জাতিসংঘ বিষয়ে বাছাই করা প্রশ্ন ও উত্তর

প্রশ্ন: জাতিসংঘ বা রাষ্ট্রসঙ্ঘের সদর দপ্তরের ঠিকানা হল
উত্তর: 760 United Nations Plaza, New York City, NY 10017, USA

প্রশ্ন: জাতিসংঘের ওয়েবসাইট
উত্তর: http://www.un.org/

প্রশ্ন: জাতিসংঘের সনদ স্বাক্ষরিত হয় কবে?
উত্তর: ২৬ জুন, ১৯৪৫ সালে।

প্রশ্ন: জাতিসংঘ গঠনের প্রধান উদ্যোক্তা কে?
উত্তর: মার্কিন প্রেসিডেন্ট এফডি রুজভেল্ট।

প্রশ্ন: জাতিসংঘের নামকরণ করেন কে?
উত্তর: মার্কিন প্রেসিডেন্ট এফডি রুজভেল্ট।

প্রশ্ন: জাতিসংঘের নামকরণ করা হয় কবে?
উত্তর: ১ জানুয়ারি, ১৯৪২সালে।

প্রশ্ন: জাতিসংঘের সচিবালয়ের প্রধান কে?
উত্তর: মহাসচিব।

প্রশ্ন: জাতিসংঘে দেয় বাংলাদেশের চাঁদার পরিমাণ কত?
উত্তর: নিজস্ব বাজেটের ০.০১% অংশ ।

আরো দেখুন: জাতি সংঘ  পরিচিতি ও প্রশ্নোত্তর

প্রশ্ন: জাতিসংঘের সদর দপ্তর কোথায়?
উত্তর: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।

প্রশ্ন: জাতিসংঘের ইউরোপীয় কার্যালয় কোথায়?
উত্তর: জেনেভা, সুইজারল্যান্ড।

প্রশ্ন: জাতিসংঘের সদর দপ্তরের জায়গাটি কে দান করেন?
উত্তর: জন ডি রকফেলার জুনিয়র।

প্রশ্ন: জাতিসংঘের সদর দপ্তরের স্থপতি কে?
উত্তর: ডব্লিউ হ্যারিসন।

প্রশ্ন: জাতিসংঘের সনদের রচয়িতা কে?
উত্তর: আর্চিবাল্ড ম্যাকলেইশ (Archibald Macleish)।

প্রশ্ন: প্রতি বছর জাতিসংঘ দিবস পালিত হয় কবে?
উত্তর: ২৪ অক্টোবর।

প্রশ্ন: জাতিসংঘের প্রত্যেক সদস্য দেশ কোন পরিষদের সদস্য?
উত্তর: সাধারণ পরিষদের।

প্রশ্ন: জাতিসংঘের সদস্যপদ কয়টি?
উত্তর: ১৯৩টি সদস্য দেশ [পর্যবেক্ষকঃ২টি]

প্রশ্ন: জাতিসংঘের সাধারণ পরিষদের প্রধানকে কি বলে?
উত্তর: সভাপতি।

প্রশ্ন: জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় কোথায়?
উত্তর: লন্ডনের ওয়েস্ট মিনিস্টার হলে।

প্রশ্ন: নিরাপত্তা পরিষদের সদস্যরাষ্ট্রের মোট সংখ্যা কত?
উত্তর: ১৫টি।

প্রশ্ন: নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্র কয়টি?
উত্তর: ৫টি (চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র)।

প্রশ্ন: নিরাপত্তা পরিষদের অধিবেশন কতবার জাতিসংঘের সদর দপ্তর ছাড়া অন্যত্র অনুষ্ঠিত হয়?
উত্তর: ২ বার।

প্রশ্ন: নিরাপত্তা পরিষদের কোনো সিদ্ধান্ত গ্রহণের জন্য কমপক্ষে কতটি সদস্য দেশের সম্মতির প্রয়োজন হয়?
উত্তর: ৯টি (৫টি স্থায়ী সদস্য রাষ্ট্রসহ অতিরিক্ত ৪টি সদস্য রাষ্ট্রের)।

প্রশ্ন: অর্থনৈতিক ও সামাজিক পরিষদের অধিবেশন সাধারণত বছরে কয়বার বসে?
উত্তর: বছরে দু’বার, এক মাসব্যাপী।

প্রশ্ন: অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য দেশ কয়টি?
উত্তর: ৫৪টি।

প্রশ্ন: প্রতি বছর কয়টি রাষ্ট্র তিন বছর মেয়াদে অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য নির্বাচিত হয়?
উত্তর: ১৮টি।

প্রশ্ন: আন্তর্জাতিক আদালত প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর: ২৪ অক্টোবর, ১৯৪৫ সালে।

প্রশ্ন: আন্তর্জাতিক আদালতের বিচারকের সংখ্যা কত জন?
উত্তর: ১৫ জন।

প্রশ্ন: আন্তর্জাতিক আদালতের বিচারকের মেয়াদকাল কত বছর?
উত্তর: ৯ বছর।

প্রশ্ন: জাতিসংঘের বাজেট কোন পরিষদে ঘোষিত হয়?
উত্তর: সাধারণ পরিষদে।

প্রশ্ন: জাতিসংঘ সনদে প্রথমে কতটি দেশ স্বাক্ষর করে?
উত্তর: ৫১টি দেশ।

প্রশ্ন: জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন কে?
উত্তর: ট্রিগভে হাভডেন লি (নরওয়ে) (১৯৪৬-১৯৫২)।

প্রশ্ন: জাতিসংঘ সনদ কার্যকরী হয় কবে থেকে?
উত্তর: ২৪ অক্টোবর ১৯৪৫।

প্রশ্ন: জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি কত বছরের জন্য নির্বাচিত হয়?
উত্তর: ১ বছরের জন্য।

প্রশ্ন: নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য কত বছরের জন্য নির্বাচিত হয়?
উত্তর: ২ বছরের জন্য।

প্রশ্ন: অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য কত বছরের জন্য নির্বাচিত হয়?
উত্তর: ৩ বছরের জন্য।

প্রশ্ন: জাতিসংঘের অফিসিয়াল ভাষা কয়টি?
উত্তর: ৬টি (ইংরেজি, আরবি, ফারসি, চীনা, রুশ ও স্প্যানিশ)

প্রশ্ন: জাতিসংঘের সদর দপ্তরের মূল ভবনটির নকশা প্রণয়ন করেন কে?
উত্তর: লে করবুসিয়ে।

প্রশ্ন: জাতিসংঘের আনুষ্ঠানিকভাবে সদর দপ্তরের উদ্বোধন হয় কবে?
উত্তর: ৯ই জানুয়ারি ১৯৫১ সালে।

প্রশ্ন: জাতিসংঘের সাধারণ পরিষদের নিয়মিত বার্ষিক অধিবেশন শুরু হয় কখন?
উত্তর: সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার।

প্রশ্ন: আন্তর্জাতিক আদালত প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর: ২৪শে অক্টোবর,১৯৪৫ সালে।

প্রশ্ন: জাতিসংঘ সচিবালয়ের কর্মকর্তা কর্মচারিগণ তাদের কাজকর্মের ভাষা হিসেবে কোন ভাষা ব্যবহার করেন?
উত্তর: ইংরেজি অথবা ফরাসি।

প্রশ্ন: জাতিসংঘের কোন মহাসচিব.শান্তিতে মরণোত্তর নোবেল পুরস্কার পান?
উত্তর: দ্যাগ হ্যামারশোল্ড (১৯৬১ সালে)।

প্রশ্ন: আয়তনে জাতিসংঘের ছোট দেশ কোনটি?
উত্তর: মোনাকো। (১.৯৫ বর্গ কি.মি.)।

প্রশ্ন: জনসংখ্যায় জাতিসংঘের ছোট দেশ কোনটি?
উত্তর: ট্রুভ্যালু।

প্রশ্ন: কোন দেশ প্রথমে জাতিসংঘ সনদে স্বাক্ষর না করেও জাতিসংঘের প্রতিষ্ঠাতা সদস্য হয়?
উত্তর: পোল্যান্ড।

প্রশ্ন: জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত?
উত্তর: টোকিও(জাপান)।

প্রশ্ন: জাতিসংঘের সর্বোচ্চ কর্মকর্তা কে?
উত্তর: মহাসচিব।

প্রশ্ন: জাতিসংঘের অছি পরিষদ কার অধীনে কাজ করে?
উত্তর: সাধারণ পরিষদের।

প্রশ্ন: জাতিসংঘের কোন মহাসচিব বিমান দুর্ঘটনায় মারা যান?
উত্তর: দ্যাগ হ্যামারশোল্ড (সুইডেন,১৯৬১)।

প্রশ্ন: জাতিসংঘের সদর দপ্তরটি কত একর জমির ওপর প্রতিষ্ঠিত?
উত্তর: ১৭ একর।

প্রশ্ন: জাতিসংঘের আয়ের মূল উৎস কী?
উত্তর: সদস্য দেশসমূহের চাঁদা।

প্রশ্ন: জাতিসংঘের মহাসচিব কোন পরিষদের সুপারিশে নিযুক্ত হন?
উত্তর: নিরাপত্তা পরিষদের।

প্রশ্ন: জাতিসংঘের একমাত্র মুসলমান মহাসচিব কে?
উত্তর: কফি আনান (ঘানা) (৭ম)।

প্রশ্ন: জাতিসংঘের তৃতীয় মহাসচিব উ থান্ট কোন দেশের অধিবাসী ছিলেন?
উত্তর: মিয়ানমার।

প্রশ্ন: বাংলাদেশ জাতিসংঘের কত তম অধিবেশনে সদস্য পদ লাভ করে?
উত্তর: ২৯তম

প্রশ্ন:  জাতিসংঘের ইউরোপীয় র্কাযালয়।
উত্তর:  জেনেভা, সুইজারল্যান্ড।

About Sabuj Vumi Editor

Check Also

নোয়াখালী জেলার নামকরণ

নোয়াখালী জেলার বিভিন্ন স্থানের নামকরণ ইতিহাস

নোয়াখালী জেলা নামকরণের ইতিহাস : নোয়াখালী জেলার প্রাচীন নাম ছিল ভুলুয়া। নোয়াখালী সদর থানার আদি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *