লক্ষীপুর জেলার বিভিন্ন স্থানের নামকরণ ইতিহাস

লক্ষীপুর জেলার উপজেলার নাম সমুহ: লক্ষ্মীপুর সদর, রায়পুর, রামগঞ্জ, কমলনগর, রামগতি

লক্ষীপুর জেলার নামকরণ ইতিহাস:

নামকরণ ইতিহাস ১: ্লক্ষ্মীপুরের প্রাচীন নাম লক্ষ্মদহ। দহ শব্দের অর্থ বদ্ধ জলাশয় বা বিশাল পুকুর। এখানে একটি বিশালাকৃতির বদ্ধ জলাশয় ছিল যেখানে প্রচুর মাছ পাওয়া যেতো। লক্ষ্মী মানে সৌভাগ্য আর পুর মানে নগর। তাই লক্ষ্মীপুর মানে সৌভাগ্যের নগর। তাই লক্ষ্মী বা সৌভাগ্যের এই দহটি এলাকার সবার কাছে লক্ষ্মীদহ বা লক্ষ্মদহ নামে সবার কাছে পরিচিতি লাভ করে।
নামকরণ ইতিহাস ২: অন্য একটি মতে, দালাল বাজার এলাকার জমিদার রাজা গৌর কিশোর রায় চৌধুরী এর অধস্তন জমিদার লক্ষ্মীনারায়ণ রায় চৌধুরীর নামানুসারে এলাকাটির নাম হয় লক্ষ্মীপুর।
পূর্বে লক্ষ্মীপুর নামের ইংরেজি Laxmipur বা Luxmipur লেখা হলেও ২০১২ সালের ৩১ অক্টোবর বাংলাদেশ সরকারের মন্ত্রীপরিষদ বিভাগ থেকে বাংলা একাডেমির প্রমিত বাংলা বানানের রীতি অনুসরণের জন্য পরিপত্র জারি হওয়ার পর থেকে লক্ষ্মীপুর শব্দটি ইংরেজিতে Lakshmipur লেখা শুরু হয়।

লক্ষ্মীপুর_সদর_উপজেলা: নামকরণ ইতিহাস:

নামকরণ- জেলার নামকরণ অনুসারে।

রায়পুর_উপজেলার নামকরণ ইতিহাস

নামকরণ ইতিহাস ১: জমিদার নারায়ণচন্দ্র রায় এর পদবি অনুসারে এলাকাটির নামকরণ করা হয়।
নামকরণ ইতিহাস ২: রাই মানে সরিষা জাতীয় এক প্রকার শস্য। এলাকাটিতে একসময় প্রচুর রায় জন্মাতো। এরজন্য রাইপুর থেকে অপভ্রংশে রায়পুর এর নামকরণ করা হয়।
নামকরণ ইতিহাস ৩: ব্রিটিশ রাজত্বকালে স্থানীয় জমিদার রায়বাহাদুর মোহন রায় এর নামানসারে রায়পুর নামকরণ করা হয়। উপজেলা তথ্য বাতায়ন

রামগঞ্জ উপজেলা নামকরণ ইতিহাস:

নামকরণ ইতিহাস ১: হিন্দু পুরাণ অনুসারে দশাবতারের অন্যতম রামচন্দ্রের নামানুসারে এলাকাটির নাম হয় রামগঞ্জ।
নামকরণ ইতিহাস ২: রামগঞ্জ উপজেলাটি প্রধানত হিন্দু অধ্যুষিত এলাকা ছিল। এই এলাকায় রাম নামক এক প্রভাবশালী ধর্মীয় নেতা বসবাস করতেন। স্থানীয় অধিবাসীদের মতে উক্ত রাম নামক ধর্মীয় নেতার নামানুসারে উপজেলার নামকরণ করা হয়েছে রামগঞ্জ।

আরো জানুন:  বাংলাদেশের ৬৪ জেলা উপজেলা সহ বিভিন্ন স্থানের নামের ইতিহাস

কমলনগর উপজেলা নামকরণ ইতিহাস:

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ডাক নাম কমল। কমল হতে উপজেলাটির নামকরণ করা হয় কমলনগর।

রামগতি উপজেলা নামকরণ ইতিহাস:

নামকরণ ইতিহাস ১: – রামচরণ নামে একজন ব্যবসায়ীর নামানুসারে এলাকাটির নামকরণ করা হয় রামগতি। রামচরণ এ বাজারে ব্যবসায় করে বেশ অর্থবান ও প্রভাবশালী হয়ে উঠেন। বড় বড় ব্যবসায়ীরা যেখানে বসে ব্যবসায় পরিচালনা করতো এবং টাকা পয়সা গ্রহণ করে তাকে গদি বলা হতো। এ বাজারে রামচরণের গদি ছিল সবচেয়ে বড়। এটি জনসাধারণ্যে রামগদি অপভ্রংশে এলাকাটির নাম হয় রামগতি।
নামকরণ ইতিহাস ২:
মেঘনা নদীর উপকূলীয় উপজেলা রামগত নামক স্থানে রামকৃষ্ণ নামের এক ব্যক্তির আড়ৎ বা গদি ছিল। ক্রমে এই স্থানটি রামের গদি নামে পরিচিত হতে থাকে। পরবর্তীতে রামের গদি নামটি বিবর্তনের ধারাবাহিকতায় রামগতি হিসাবে রূপান্তরিত হয়।

সুত্র: জেলা তথ্য বাতায়ন ও অন্যান্য

About Sabuj Vumi Editor

Check Also

বান্দরবান জেলার বিভিন্ন স্থানের নামকরণ ইতিহাস : 

বান্দরবান জেলার নামকরণ ইতিহাস :  বান্দরবান জেলার নামকরণ নিয়ে একটি কিংবদন্তি রয়েছে। এলাকার বাসিন্দাদের মতে, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *