ফরিদপুর জেলার নামকরণ ইতিহাস :
ফরিদপুরের পূর্ব নাম ছিল ফতেহাবাদ। প্রখ্যাত সাধক এবং দরবেশ খাজা মাইনউদ্দিন চিশতীর শিষ্য ও ফরিদপুরের প্রখ্যাত সুফি সাধক শাহ ফরিদের (শেখ ফরিদুদ্দিন) নামানুসারে ফরিদপুর নামকরণ করা হয়েছে।
ফরিদপুর জেলার উপজেলাসমূহ বোয়ালমারী, আলফাডাঙ্গা, মধুখালী ,নগরকান্দা, সালথা, ভাঙ্গা , সদরপুর, চরভদ্রাসন।
বোয়ালমারী উপজেলার নামকরণ ইতিহাস:
বর্তমান বোয়ালমারী উপজেলা বরশীয়া নদীর তীরে। বলা হয়ে থাকে,অতীতে এই নদীতে প্রচুর পরিমানে বোয়াল মাছ পাওয়া যেতো। এই বোয়াল থেকে বোয়ালমারী নামকরণ করা হয়েছে।
আলফাডাঙ্গা উপজেলার নামকরণ ইতিহাস:
জনশ্রতি আছে, মধুমতি নদীর কূলে “আলফা” নামক এক ধরনের লতানো ফুল ডাঙ্গায় ফুটতো এবং সেই ফুলের নামানুসারে আলফাডাঙ্গার নামকরণ করা হয়েছে। আবার অনেকে মনে করেন, অল্পডাঙ্গা বা আলিফাডাঙ্গা থেকে আলফাডাঙ্গার নমের উৎপত্তি।
আরো জানুন: বাংলাদেশের ৬৪ জেলা উপজেলা সহ বিভিন্ন স্থানের নামের ইতিহাস
মধুখালী উপজেলার নামকরণ ইতিহাস :
জানা যায়, একসময় এ এলাকার অনেক লোক সুন্দরবন থেকে মধু সংগ্রহ করে স্থানীয় বাজারে বিক্রি করতো। পরর্বতীতে মধু থেকে এলাকার নাম হয় মধুখালী।
নগরকান্দা উপজেলার নামকরণ ইতিহাস:
এই উপজেলার নামকরণ সম্পর্কে নিভরযোগ্য কোনো তথ্য পাওয়া যায় না। অনেকের মতে, থানা সদর দপ্তর প্রথমে যে মৌযায় স্থাপন করা হয় সেই মৌযার নাম ছিল নগরকান্দা, যা থেকে থানার নামরাখা হয় নগরকান্দা।
সালথা উপজেলার নামকরণ ইতিহাস:
এ উপজেলা সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায় না।
ভাঙ্গা উপজেলার নামকরণ ইতিহাস:
কথিত আছে, কুমার নদীর তীরে এক বিরাট হাট বসতো। কোন এক সময় হাটকে কেন্দ্র করে কুমার নদের উত্তর ও দক্ষিণ পাড়ের লোলোকজনের মধ্যে দ্বন্দ্ব শুরু হয় এবং দ্বন্দ্বের এক পর্যায়ে হাটটিকে নদের উত্তরপাড় থেকে দক্ষিণপাড়ে স্থানান্তর করা হয় । বিভিন্ন স্থান থেকে আগত লোকজন নতুন এই হাটকে “ভাংগা” হাট নামে ডাকা শুরু করে। এভাবেই “কুমারগঞ্জ” থেকে “ভাংগা” নামের উৎপত্তি বলে ধারণা করা হয়।
সদরপুর উপজেলার নামকরণ ইতিহাস :
সদরপুর নামকরণের তেমন কোন নির্ভরযোগ্য সূত্র পাওয়া যায়নি। তবে লোক মুখে জানা যায় যে, তৎকালে স্থানীয় বাইশ রশি জমিদারদের যাতায়াতের জন্য বর্তমান থানার উত্তর পার্শ্বে ভূবনেশ্বর নদীতে বড় বড় পানশী নৌকা রাখতো এবং যখন এই স্থানে আসার প্রয়োজন হতো তখন ‘‘সদর’’ কথাটি ব্যবহার করতো। এ থেকেই স্থানটির নামকরণ সদরপুর হয়।
চরভদ্রাসন উপজেলার নামকরণ ইতিহাস:
চরভদ্রাসন নামকরণ নিয়ে একাধিক কিংবদন্তি প্রচলিত আছে।অতীতে এই এলাকা পদ্মা নদীর চর ছিল ।স্থানীয় জমিদার ভদ্র পদবিধারী কিছু মানুষকে এখানে নিয়ে আসেন চাষাবাদ করে চরকে মনুষ্য বসবাসের করে তােলার জন্য । ভদ্র সম্প্রদায়ের লােকজন চাষাবাদের মাধ্যমে চরটিকে শস্য শ্যামল করেছিলাে বলে চরটির নাম হয় চরভদ্রাসন। অনেকে মনে করেন, তাকার বিখ্যাত ভদ্রা নদীর পলি জমে চরটি জেগে উঠেছিলাে ভদ্রা নদীর চরে। এটি আসন গেড়েছিলাে বলে নাম হয় চরভদ্রাসন।
তথ্য সুত্র: ফরিদপুর জেলা তথ্য বাতায়ন ও অন্যান্য।
One comment
Pingback: বাংলাদেশের ৬৪ জেলা উপজেলা সহ বিভিন্ন স্থানের নামের ইতিহাস - সবুজ ভূমি