চাঁপাইনবাবগঞ্জ জেলার নামকরণ ইতিহাস :
কিংবদন্তি অনুসারে, চাঁপাইনবাবগঞ্জ নামের ইতিবৃত্ত নবাবি আমলেে এই গ্রামে চম্পাবতী মতান্তরে ‘চম্পারানী বা চম্পাবাঈ’ নামে এক সুন্দরী বাঈজী বাস করতেন। তার নৃত্যের খ্যাতি আশেপাশে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং তিনি নবাবের প্রিয়পাত্রী হয়ে ওঠেন। তার নামানুসারে এই জায়গার নাম ‘চাঁপাই” হয়।
শিবগঞ্জ,নাচোল,ভোলাহাট,গোমস্তাপুর উপজেলা সমূহ :
শিবগঞ্জ উপজেলার নামকরণ ইতিহাস :
শিবগঞ্জ উপজেলা ছিল হিন্দু অধ্যুষিত এলাকা। সে সময় এ এলাকায় হিন্দুদের পুজাপার্বনের জন্য অসংখ্য শিবমন্দির ছিল। শিবমন্দিরকে কেন্দ্র করে গঞ্জ গড়ে উঠে। যার ফলশ্রূতিতে পরবর্তীতে এ উপজেলার নাম হয় শিবগঞ্জ।
আরো জানুন: বাংলাদেশের ৬৪ জেলা উপজেলা সহ বিভিন্ন স্থানের নামের ইতিহাস
নাচোল উপজেলার নামকরণ ইতিহাস :
স্থানীয় লোকজনের মতে, এই এলাকা ছিল দুর্গম। এক স্থান থেকে অন্য স্থানে হেটে যাতায়াত সহজসাধ্য ছিল না । তাই এ এলাকার লোকজন এই এলাকাকে চলাচলের উপযোগী নয় এ রূপ স্থান বলে অভিহিত করতো । কালক্রমে এই না চল থেকে এই এলাকা নচোল নামে পরিচিতি হতে থাকে।
ভোলাহাট উপজেলার নামকরণ ইতিহাস :
কিংবদন্তি থেকে জানা যায়, ভোলা শাহ নামক জৈনক সুফি দরবেশ বর্তমান উপজেলা সদর অঞ্চলে বাস করতেন । মনে করা হয়, এই দরবেশের নামানুসারেই এই অঞ্চলের নাম হয় ভোলাহাট ।
গোমস্তাপুর উপজেলার নামকরণ ইতিহাস :
এক সময় এই অঞ্চলে রাজার গোমস্তারা বসবাস করতো, এই গোমস্তরা রাজস্ব সংগ্রহের পাশাপাশি বিভিন্ন জনহিতকর কাজের জন্য সুনাম অর্জন করেন ।এই গোমস্তাদের জন্যই এই উপজেলা এক সময় গোমস্তাপুর নামে পরিচিতি লাভ করে ।
তথ্য সূত্র : জেলা তথ্য বাতায়ন ও অন্যান্য