বান্দরবান জেলার বিভিন্ন স্থানের নামকরণ ইতিহাস : 

বান্দরবান জেলার নামকরণ ইতিহাস : 

বান্দরবান জেলার নামকরণ নিয়ে একটি কিংবদন্তি রয়েছে। এলাকার বাসিন্দাদের মতে, একসময় অত্র এলাকায় বসবাসরত বানররা শহরের প্রবেশ মুখে ছড়ার পাড়ে পাহাড়ে প্রতিনিয়ত লবণ খেতে আসত। অনবরত বৃষ্টির কারণে ছড়ার পানি বৃ্দ্ধি পাওয়ায় বানরের দল ছড়া পাড় হয়ে পাহাড়ে যেতে না পারায় একে অপরকে ধরে সারিবদ্ধভাবে ছড়া পাড় হয়। এই জনপদের মানুষ বানরের ছড়া পারাপারের এই দৃশ্য দেখতে পায় এবং এই সময় থেকেই এই জায়গাটি “ম্যাঅকছি ছড়া ”  হিসাবে পরিচিতি লাভ করে। কালের প্রবাহে বাংলা ভাষাভাষির সাধারণ উচ্চারণে এই এলাকা বান্দরবান হিসাবে রুপলাভ করে। 

 উপজেলাসমূহ:  রোয়াংছড়ি,নাইক্ষ্যংছড়ি,লামা,রুমা,আলীকদম,থানচি 

রোয়াংছড়ি উপজেলার নামকরণ ইতিহাস :

পূর্বে রখইং ছড়ার মোহনায় মার্মা উপজাতিদের এক জনপদ গড়ে উঠে। রখইং ছড়ার তীরে এই জনপদ গড়ে উঠায় মারমা উপজাতিদের রীতি অনুযায়ী স্থানীয় অধিবাসীরা এই জনপদকে ছড়ার নামে রখইং ওয়াহ্ নামে অভিহিত করে। কালক্রমে ব্যবসা-বাণিজ্যের সূত্র ধরে এখানে বাজার গড়ে ওঠে। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় আরাকানকে রোয়াং বলা হয়। তাই রখইং ওয়াহ্কে স্থানীয় বাঙালীরা রোয়াংছড়ি নামে অভিহিত করায় তা কালক্রমে প্রচলিত হয়ে উঠে।

নাইক্ষ্যংছড়ি উপজেলার নামকরণ ইতিহাস :

মারমারা প্রথম যখন নাইক্ষ্যংছড়ি উপজেলা সদরে বসতি শুরু করে একটি টিলার উপর তাদের ধর্মীয় উপাসনালয় স্থাপন করে। তার নীচে পাড়া ঘেষে ছোট একটি খাল প্রবাহিত। যাকে তারা নাম দিয়েছিল ‘‘দেবতার খাল’’ পাহাড়টিকে দেবতার পাহাড়। নাঞাটং অর্থ দেবতার পাহাড় বা ভূতের পাহাড় মতান্তরে নাঞাস্চং অর্থ দেবতার খাল বা ভূতের খাল। এই হতে নাইক্ষ্যংছড়ি নামের উৎপত্তি।

আরো জানুন:  বাংলাদেশের ৬৪ জেলা উপজেলা সহ বিভিন্ন স্থানের নামের ইতিহাস

লামা উপজেলার নামকরণ ইতিহাস : 

মূলত লামা নামের উৎপত্তি হয় আহলামা রোয়া বা পাড়া থেকে। লামা এর নামকরণ নিয়ে মতভেদ রয়েছে। পার্বত্য অঞ্চলে মাতামুহুরী নদীর ভাটি এলাকায় অবস্থিত বলেই এ অঞ্চলের নাম লামা। আবার উপজাতীদের কিংবদন্তি অনুসারে জানা যায়, বর্তমানে লামামুখ এলাকায় আহলামা নামক এক সভ্রান্ত মার্মা উপজাতি বসবাস করত এবং তার আর্থিক স্বচ্ছলতার ও প্রভাব প্রতিপত্তির কারণে আহলামা রোয়া বা পাড়া নামকরণ করা হয়। 

রুমা উপজেলার নামকরণ ইতিহাস :

রুমা উপজেলার নামকরন সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায় না। বলা হয়, যেখানে থানার সদর দপ্তর স্থাপন করা হয়, সেই জায়গার নাম অনুসারে থানার নাম করণ হয় রুমা।

আলীকদম উপেজলার নামকরণ ইতিহাস : 

ধারণা মতে, আলোহক্যডং থেকে আলীকদম নামের উৎপত্তি। বিশিষ্ট সাংবাদিক ও গবেষক আতিকুর রহমান এর মতে, আলী পাহাড়ের সাথে সঙ্গতিশীল নাম হল আলীকদম।এছাড়া ৩৬০ আউলিয়া এ উপমহাদেশে ইসলাম প্রচারের জন্য এসেছিলেন। তাদের মধ্যে আলী নামে কোন এক সাধক এ অঞ্চলে আসেন। তার পদধুলিতে ধন্য হয়ে এ এলাকার নাম করণ হয় আলীকদম।

থানচি উপজেলার নামকরণ ইতিহাস : 

মার্মা শব্দ থাইন চৈ বা বিশ্রামের স্থান থেকে থানচি নামটির উৎপত্তি। জনশ্রিত আছে, অতীতে নৌপথে চলাচল কালে যাত্রীগণ বিশ্রামের জন্য এ স্থানে থামতেন বলে থাইন চৈ নামে স্থানটি পরিচিত ছিল, এবং পরে তা থানচি নামে পরিচিতি লাভ করে।

তথ্যসুত্র: বান্দরবান জেলা তথ্য বাতায়ন ও অন্যান্য।

About Sabuj Vumi Editor

Check Also

সাতক্ষীরা জেলার বিভিন্ন স্থানের নামকরন ইতিহাস

সাতক্ষীরা জেলার নামকরন ইতিহাস : সাতক্ষীরা জেলার নামকরণ প্রসঙ্গে কয়েকটি মত প্রচলিত আছে । এর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *