মাদারীপুর জেলার বিভিন্ন স্থানের নামকরণ ইতিহাস

মাদারীপুর জেলার নামকরণের ইতিহাস

পঞ্চদশ শতাব্দীর সুফি সাধক হযরত বদিউদ্দীন জিন্দা শাহ মাদার (রঃ) এর নাম অনুসারে মাদারিপুর জেলার নামকরণ করা হয়। মাদারীপুর জেলার উপজেলা সমুহঃ মাদারীপুর সদর, শিবচর, কালকিনি, রাজৈর। শিবচর উপজেলাঃ শিব শংকর নামের একজন ধার্মিক ব্যক্তি ওই এলাকায় প্রসিদ্ধ ব্রাক্ষ্মণ ছিলেন। তার নামানুসারে শিবচর নামকরণ হয়ে থাকতে পারে। কালকিনি উপজেলাঃ এর নামকরণের সঠিক ইতিহাস জানা যায়নি। থানা প্রতিষ্ঠার সময় ফরিদপুরের জেলা প্রশাসক মি. কালকোনি। সম্ভবত তারই নামানুসারে কালকিনি উপজেলার নামকরণ করা হয়। রাজৈর উপজেলাঃ রাজৈর হয়ে একটি খাল প্রাচীন কালে কোটালীপাড়ায় সামুদ্রিক বন্দরের সাথে সংযুক্ত হয়। সেই খালের নাম সেন খাল। ইংরেজ আমলে নীল চাষের জন্য তারা কুটির নির্মাণ করে। প্রাকৃতিক দুর্যোগে মগদের অত্যাচারে এ অঞ্চল জনশূন্য হয় এবং বন জঙ্গলে পরিণত হয়। উজনীর রাজাদের নিকট হতে ফতেজঙ্গপুর পরগনার জমিদারিত্ব প্রাপ্ত হয় রাজা রাম রায়। রাজা রাম রায় রাজ কর্মচারীরা ঐতি মোহনায় তাদের আস্তানা গড়ে। এখানেই এ অঞ্চলের পূর্বাপর রাজাদের বিশ্রাম এর স্থান হিসাবে এ অঞ্চলের নামকরণ করা হয় রাজৈর।
পঞ্চদশ শতাব্দীর সুফি সাধক হযরত বদিউদ্দীন জিন্দা শাহ মাদার (রঃ) এর নাম অনুসারে মাদারিপুর জেলার নামকরণ করা হয়।
মাদারীপুর জেলার উপজেলা সমুহঃ  মাদারীপুর সদর, শিবচর, কালকিনি, রাজৈর।
শিবচর উপজেলার নামকরণ ইতিহাস 
শিব শংকর নামের একজন ধার্মিক ব্যক্তি ওই এলাকায় প্রসিদ্ধ ব্রাক্ষ্মণ ছিলেন।  তার নামানুসারে শিবচর নামকরণ হয়ে থাকতে পারে।
কালকিনি উপজেলার নামকরন ইতিহাস
এর নামকরণের সঠিক ইতিহাস জানা যায়নি।  থানা প্রতিষ্ঠার সময় ফরিদপুরের জেলা প্রশাসক মি. কালকোনি। সম্ভবত তারই নামানুসারে কালকিনি উপজেলার নামকরণ করা হয়।
রাজৈর উপজেলার নামকরণ ইতিহাস
রাজৈর হয়ে একটি খাল প্রাচীন কালে কোটালীপাড়ায় সামুদ্রিক বন্দরের সাথে সংযুক্ত হয়। সেই খালের নাম সেন খাল। ইংরেজ আমলে নীল চাষের জন্য তারা কুটির নির্মাণ করে। প্রাকৃতিক দুর্যোগে মগদের অত্যাচারে এ অঞ্চল জনশূন্য হয় এবং বন জঙ্গলে পরিণত হয়। উজনীর রাজাদের নিকট হতে ফতেজঙ্গপুর পরগনার জমিদারিত্ব প্রাপ্ত হয় রাজা রাম রায়। রাজা রাম রায় রাজ কর্মচারীরা ঐতি মোহনায় তাদের আস্তানা গড়ে। এখানেই এ অঞ্চলের পূর্বাপর রাজাদের বিশ্রাম এর স্থান হিসাবে এ অঞ্চলের নামকরণ করা হয় রাজৈর।
তথ্যসুত্রঃ জেলা তথ্য বাতায়ন ও বাংলাদেশের লোকজ সংস্কৃতি গ্রন্থমালা : মাদারীপুর (বাংলা একাডেমী)।

দর্শণীয় স্থান সমুহ

প্রখ্যাত ব্যক্তিত্ব

তথ্যসুত্রঃ জেলা তথ্য বাতায়ন ও বাংলাদেশের লোকজ সংস্কৃতি গ্রন্থমালা : মাদারীপুর (বাংলা একাডেমী)।

About Sabuj Vumi Editor

Check Also

নওগাঁ জেলার বিভিন্ন স্থানের নামকরণ ইতিহাস

নওগাঁ জেলার নামকরণ ইতিহাস: নওগাঁ শব্দের উৎপত্তি হয়েছে ‘নও’ (নতুন) ও ‘গাঁ’ (গ্রাম) শব্দ থেকে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *